AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে মাদরাসা ছাত্রকে বলাৎকারের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড


বড়াইগ্রামে মাদরাসা ছাত্রকে বলাৎকারের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

নাটোরের বড়াইগ্রামে মাদরাসার এক ছাত্রকে বলাৎকার করার অপরাধে একই মাদরাসার শিক্ষক আব্দুর রহিম কালু (২৭) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (১২ মার্চ) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালু নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি বড়াইগ্রাম উপজেলার তালশো আল-জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ আদালতের বিশেষ পিপি এ্যাডভোকেট আব্দুল কাদের।


মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পর মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কাজ আছে বলে জনৈক ছাত্র (১২)কে মোটরসাইকেলযোগে তার বাড়ি থেকে মাদরাসায় নিয়ে আসে। পরে তাকে মাদরাসার একটি কক্ষে জোরপূর্বক বলাৎকার করে। এরপর ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানা যায় এবং চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তিনদিন পর ২১ মে শিশুটির বাবা মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।


এ্যাডভোকেট আব্দুল কাদের পিপি জানান, দীর্ঘ ৪ বছর মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি চলে। বুধবার আদালত আসামি আব্দুর রহিম কালুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ প্রদান করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!