AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙাবালীতে ওএমএস চালের ডিলার আটক


রাঙাবালীতে ওএমএস চালের ডিলার আটক

সুলভ মূল্যের চাল বিক্রিতে অনিয়মের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর নেতা বাজারের ওএমএস (খোলা বাজারে চাল বিক্রয়) এইচএম মুরাদ উদ্দিন(বিপ্লব তালুকদার)কে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দুপুরে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নের নেতা বাজারে ওএমএস ডিলার এইচএম মুরাদ উদ্দন(বিপ্লব তালুকদা) এর চাল বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: মোহসীন কবির মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।    

যৌথ বাহিনীর তথ্যমতে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা নেতা বাজারের এই ডিলারের মাধ্যমে প্রতি কর্মদিবসে দুই শ’ জন নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি হারে এক মেট্রিকটণ চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়া সিংহভাগ চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে বেশি দরে কালোবাজারে বিক্রি করার অনিয়মের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে কালোবাজারে বিক্রির জন্য ডিলার এইচএম মুরাদ উদ্দিন বিপ্লব এর নেতা বাজারে  অভিযুক্ত আসামির অপর একটি গোডাউন থেকে ৫০০ কেজি বা ১/২ টন ওএমএস এর চাউল উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়।    

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, চাল বিক্রিতে অনিয়ম করার দায়ে নেতা বাজারের ওএমএস ডিলার এইচএম মুরাদ হোসেন(বিপ্লব তালুকদার)কে   আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একটি রেগুলার মামলা দায়ের করা হবে। পরবর্তীতে আমরা নিয়মিত মামলা করবো।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!