ঢাকার হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের কর্মকর্তা মো.খাইরুল হাসান মাল (৬০) আর নেই।
ব্রেন স্ট্রোক জনিত কারনে ৫ দিন হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধিন থাকার পরে বুধবার (১২ মার্চ) সকাল ৯টায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না....রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর বরিশালের বানারীপাড়া পৌর শহরের ফায়ার সার্ভিস চত্বরে প্রথম ও বাদ মাগরিব উপজেলার বাইশারী হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে বাইশারী গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :