ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ও কামরিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে বুধবার (১২ মার্চ) কাশিগঞ্জ বাজারের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির নেতৃবৃন্দ।
ইফতার পূর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলি সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার। তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস.এম হাসানুজ্জামান সুমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন, আসাদুল হক মন্ডল, আসাদ উল্লাহ আসাদ, আব্দুল হামিদ, রাকিব তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বিসকা ইউনিয়নের সমাজ ও বিএনপির নেতা রাসেল তরফদারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদেন নেতাকর্মীর ইফতার মাহফিলে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :