AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে ইফতার কম পড়ায় মারামারি, সাংবাদিকসহ ৭ জন আহত


জামালপুরে ইফতার কম পড়ায় মারামারি, সাংবাদিকসহ ৭ জন আহত

জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারনের সময় চার সাংবাদিকসহ ৭ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।


সোমবার সন্ধ্যায় শহরের শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতারের আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ হাসান হৃদয় (২৮), দৈনিক দেশ সংবাদের সাংবাদিক সালাউদ্দিন মিঠু(৩০), ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফি(২৭), স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জামালপুর বার্তার সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদকে(৩২) ব্যাপক মারধর করে আহত করা হয়। 

এ সময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও ডিবিসি নিউজের আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারিরা। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছে, আহতরা হলো- জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহত সবাইকেজামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ব্যাপারে জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী বলেন, যে কোন পরিস্থিতিতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরণের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা ছিলো হতাশাজনক, দু:খজনক, এই হামলায় যারা জড়িত আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি যানাচ্ছি।


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন,ঘটনাস্থল পরিদর্শণ করেছি, হাসপাতালে গিয়ে আহতদের খোজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 


একুশে সংবাদ// এ.জে

Link copied!