AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছিনতাইকারী সন্দেহে নারায়ণগঞ্জে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
১০:৫৩ এএম, ১৩ মার্চ, ২০২৫
ছিনতাইকারী সন্দেহে নারায়ণগঞ্জে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বুধবার (১৩ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক যুবকের দুই হাত বেঁধে গাছের সঙ্গে ঝোলানো অবস্থায়। ওই অবস্থায় তাকে লাথি, ঘুষি মারছিলেন উত্তেজিত কয়েকজন যুবক। আর অনেকে সেই দৃশ্য মোবাইলে ভিডিও করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের এক চায়ের দোকানি বলেন, ছিনতাইকারী বলে এক ছেলেকে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসছে। পরে তাকে গাছে বেঁধে মারধর করছে। লাঠি, রড দিয়ে পিটাইছে। মারধরের পর তাকে ছেড়ে দিয়েছে।

এ চা দোকানি আরও বলেন, চোর বা ছিনতাইকারী আখ্যা দিয়ে শহীদ মিনারে প্রায়ই মারধরের ঘটনা ঘটে। সেখানে কিশোর-যুবক বয়সী ছেলেদের মারামারি যেন নিত্যদিনের ঘটনা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, গাছে ঝুলিয়ে নির্যাতনের খবর তারা দেরিতে পেয়েছেন। পুলিশ যখন গেছে, তখন ভুক্তভোগী যুবক বা ঘটনায় জড়িতদের কারও খোঁজ পায়নি।

তিনি বলেন, পুলিশ প্রতিনিয়ত চুরি, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যিনি আইন নিজের হাতে তুলে নেবেন, তিনিও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!