জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জেলা কালচারাল কর্মকর্তার কাছে এ সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পালকে সভাপতি ও সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কোষাধ্যক্ষ মনোনীত হন একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।
এছাড়া সহ-সভাপতি হয়েছেন সংগীত শিক্ষক বিশ্বনাথ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম খুররম আজাদ নির্বাচিত হয়েছে।
সদস্যরা হলেন—মো. আকুল মিয়া, শফিকুল ইসলাম, ডা.শামীমা আক্তার মনি, জিয়া ইব্রাহিম, সুলতানা ইয়াসমিন সেতু ও রোকনুজ্জামান লিটন। শিল্পকলা একাডেমি প্রশিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে সংগীতে রুমা চক্রবর্তী ও নাসিমা খানম, নৃত্য মো.বাবু মিয়া, নাট্যকার সাংবাদিক তৌকির আহাম্মেদ হাসু, আবৃত্তি শহিদুল ইসলাম, চারুকলা রাশেদুর রহমান ও রাকিব হাসান, তালবাদ্যযন্ত্র দেলোয়ার হোসেন বেলু ও মো. জাহাঙ্গীর আলম এবং আলোকচিত্রে মো. লিমন মিয়া। শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের গতিশীলতার জন্য উপজেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠিত হয়।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :