AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি


মান্দায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি

জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ই মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে মান্দা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আফসারুজ্জামান, ডাটা এন্ট্রি অপারেটর মঞ্জুর রহমান, মাহবুবুল আলম, শাহনেওয়াজ আহম্মেদ, স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর শাকিলা পারভীন, অফিস সহায়ক নজরুল ইসলাম, পরিচ্ছন্নতাকর্মী সোহেল রানা এবং নৈশ্য প্রহরী তাইজুল ইসলাম প্রমূখ। বেলা ১১ টা থেকে বেলা দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি করেন তারা।


এসময় উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আফসারুজ্জামান বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে।


তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই। মূলতঃ জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!