AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘মুকসুদপুরে ৪০৯টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে,


‘মুকসুদপুরে ৪০৯টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে,

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: দীপ্ত সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিম্মময় মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পংকজ হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম,এন নাঈম, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত,
মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: ছিরু মিয়া ও  সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, ইউপি সদস্য হোসাইন আহম্মেদ কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম হাফেজ মনিরুল ইসলাম প্রমূখ।
আগামী ১৫ই মার্চ শনিবার দিনব্যাপী জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এ দিন মুকসুদপুরের ৪০৯ টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রং এর ভিটামিন ‍‍`এ‍‍` ক্যাপসুল খাওয়ানো হবে এবং ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রং এর ভিটামিন "এ" ক্যাপসুল  খাওয়ানো হবে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন জানান, মুকসুদপুরের ৪০৯ টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‍‍`এ‍‍` প্ল ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যাপক প্রচারণার মাধ্যমে অভিভাবকদেরকে সচেতন করা হয়েছে।  সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ কে সচেতনতার লক্ষ্যে আবহিতকরণ সভা করা হয়েছে।

মসজিদে  মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে প্রচারের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইমাম ‌ সাহেবদেরকে ও অবহিত করা হয়েছে। অনুষ্ঠানে এ কর্মসূচিকে সফল করে তোলার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!