সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ সহ সারাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ১২ টার দিকে বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গন থেকে একটি মিছিল বেরিয়ে সারা বাজার প্রদক্ষিণ করে, কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মানববন্ধন করেছে। এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রপ্রতিনিধি মো. অপি মিয়া, দুগনই জামে মসজিদের ইমাম মাও.খালেদ সাইফুল্লাহ, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী চিশতিয়া আক্তার প্রমুখ।
বক্তৃতায় সরকারের কাছে তারা দাবি তুলে ধরে বলেন, ইউনুস সরকার ধর্ষকের শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসি দিয়ে, দৃষ্টান্ত স্থাপন করা। এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধর্ষকের বিরুদ্ধে জরুরি ফাঁসির আইন কার্যকর করে, এই আইন বলবদ রাখার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানাচ্ছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :