AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফটিকছড়িতে নলকূপে পানি সংকট, জনদুর্ভোগ চরমে


Ekushey Sangbad
ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি
০৩:০৮ পিএম, ১৩ মার্চ, ২০২৫
ফটিকছড়িতে নলকূপে পানি সংকট, জনদুর্ভোগ চরমে

ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নলকূপে পানি উঠছে না, যা স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগে ফেলেছে। ভূজপুর, হারুয়ালছড়ি, সুয়াবিল, নারায়ণহাট ও দাঁতমারা ইউনিয়নের গ্রামাঞ্চলে এ পানি সংকট তীব্র আকার ধারণ করেছে।


স্থানীয়রা জানান, গভীর নলকূপ (ঝর্ণা) বেড়ে যাওয়ায় এবং চব্বিশ ঘণ্টা বিরামহীন পানি ব্যবহারের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে সাধারণ নলকূপ থেকে পানি তোলা কঠিন হয়ে পড়েছে।

সরেজমিনে ভূজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, অনেকেই ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও টিউবওয়েল থেকে এক কলসিও পানি তুলতে পারছেন না। এতে করে দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


স্থানীয়রা আশঙ্কা করছেন, খরা মৌসুম পুরোদমে শুরু হলে এ সংকট আরও তীব্র হবে। ইতোমধ্যে অনেক এলাকায় কৃষিকাজ ও গৃহস্থালির কাজে পানি ব্যবহারে সীমাবদ্ধতা দেখা দিয়েছে। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ফটিকছড়িতে ভয়াবহ পানি সংকট দেখা দিতে পারে।


এলাকাবাসীর দাবি, গভীর নলকূপ (ডিপটিউবওয়েল) ও ঝর্ণা থেকে অনিয়ন্ত্রিত পানি উত্তোলন বন্ধ করা হোক। তারা প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখা সম্ভব হয়।


এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!