AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিন্দগঞ্জে এক তরুনীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৩:১৩ পিএম, ১৩ মার্চ, ২০২৫
গোবিন্দগঞ্জে এক তরুনীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রুপালি খাতুন (১৬) নামে এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১২ মার্চ) রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ থানায় নেয়া হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে পুলিশ। তরুনী রুপালি খাতুন উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাযের সময় উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে রুপালি খাতুন নিজ বাড়ির ঘরের সিলিং ফ্যানের সহিত গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে থাকতে দেখে পরিবারের লোকজন। প্রথমে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মেয়েটির এমন মৃত্যুর খবর শুনে এলাকাবাসী থানায় খবর দিলে গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত ইকবাল পাশার নেতৃত্বে এস আই তাহসিনুর রহমান তাহসিন, এস আই হারুনর রশিদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন। এ সময় লাশের সুরতহাল রিপোর্ট করেন কিশোরীর মৃত্যু অস্বাভাবিক। গলায় দুটি স্থানে ছেলা চিহ্ন রয়েছে। রহস্য উদঘাটনে মৃত্যুর সঠিক কারন নির্নয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে ।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)বুলবুল ইসলাম একজন তরুনীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!