AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত


মধ্যনগরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২ টার সময় বিএনপির অস্থায়ী কার্যালয়ে, নবগঠিত কমিটির উদ্যোগে অভিষেক সভা অনুষ্ঠিত হয়। 

এসময় কমিটির আহ্বায়ক মোঃ আবে হায়াত এর সভাপতিত্বে, ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু‍‍`র সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার,যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ মমিনুল হক বেনু, সদস্য এডভোকেট সাজ্জাদুর রহমান, সদস্য মোঃ মোক্তার হোসেন, সদস্য সৈয়দ হোসেন প্রমুখ। 

তাছাড়া উপস্থিত সদস্যগনের পরিচিতি শেষে, দলের রাজনৈতিক ব্যবস্থার অবকাঠামোর উন্নয়ন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে যার যার মতামত প্রকাশ করেন।

এছাড়া দলের সিদ্ধান্ত অনুযায়ী অতি দ্রুত ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিশেষে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং আইন শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে কুটুর হুশিয়ারী দেওয়া হয়। এবং চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার ঘটতে বিএনপির রাজনীতি নয়, তারেক রহমানের নিদর্শনায় বিএনপির সুশৃঙ্খল রাজনীতির লক্ষ্যে, অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে দেশের কল্যাণে রাজনীতি করতে হবে।

এছাড়াও নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মজনু বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে, দেশের কল্যাণে মানুষের কল্যাণে প্রতিযোগিতার রাজনীতি করতে হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!