রাজশাহীর গোদাগাড়ীতে সারাদেশের ন্যায় উপজেলা নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস।
জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার মোসাঃ জেবুন্নেসা সাম্মী। এনআইডি সেবা নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালনা করা হলে অনেক ভোগান্তি কমবে বলে দাবি করে সাধারণ মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা নির্বাচন অফিসার এম তারেক ফয়সাল শুভসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :