চট্টগ্রামের হাটহাজারীতে নিজের ১০ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম জয়নাল আবেদীন (৪০)। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সাপমারা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১০ তারিখ সোমবার দিবাগত রাতে হাটহাজারী বড়দিঘির উত্তর পাড়ের এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা (নং ১৪/৩) দায়ের করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের পরপরই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, ধর্ষণের শিকার ১০ বছরের মেয়েটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :