মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩মার্চ) ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় হলরুমে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
ফুলতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর ও মৌলভীবাজার জেলা উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা নজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জুড়ী উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইন, জুড়ী উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মোস্তাকিম আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শায়খুল ইসলাম সাদী, সাগরনাল সিনিয়র আলিম মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল মালিক, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান কবীর, সিকান্দার আলী, ফুলতলা ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি হাজী মোঃ আলাউদ্দিন, ফুলতলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম সোহেল, ফুলতলা যুব ইউনিট সভাপতি আফিফুর রহমান, ফুলতলা যুব বিভাগের সভাপতি আব্দুল মুমিন, ফুলতলা পেশাজীবি বিভাগ সভাপতি সবুজ মিয়া, ফুলতলা উলামা বিভাগ সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল হাকিম সহ ৯ টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :