যশোরের শহরের শংকরপুর বটতলা এলাকায় বাড়িতে ঢুকে মাদকাসক্ত দূর্বৃত্ত কর্তৃক এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী আনোয়ারা (৫৭) জানান, তার বাড়িতে ঢুকে আব্দুল কুদ্দুসের ছেলে নাহিদ (২২) ও আব্দুল মজিদের ছেলে নয়ন (২৩) নামের ২ মাদকাসক্ত দূর্বৃত্ত তার কাছে থাকা ঘর তৈরির জন্য রাখা ১ লক্ষ ২০ হাজার টাকা এবং গলার দেড় ভরি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। এ সময় তারা কাঠের লাঠি দিয়ে আনোয়ারাকে আঘাত করে।
ভিকটিমকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুইজনই মাদকাসক্ত।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :