AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে মাচা পদ্ধতিতে করলা চাষে বাম্পার ফলন


ধনবাড়ীতে মাচা পদ্ধতিতে করলা চাষে বাম্পার ফলন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে ভাল ফলন ও লাভজনকের আশায় এবার মাচা পদ্ধতিতে হাইব্রিড জাতের করলা চাষ করা হয়েছে। এ অঞ্চলের মাটি করলাসহ বিভিন্ন প্রকার সবজি চাষের জন্য উপযোগী। বর্তমানে সময়ে কৃষকের ক্ষেতে মাচায় ঝুলছে হাইব্রিডসহ বিভিন্ন জাতের করলা। করলা ক্ষেতে সেচ, নিড়ানি ও করলা সংগ্রহ, বাজারজাতকরণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

ধনবাড়ী উপজেলার  গ্রামের কৃষকরা এই মাচা পদ্ধতিতে হাইব্রিড জাতের করলা চাষ করছে। গতবারের চেয়ে এ বছরে ৫০ শতক জমিতে করলা চাষ করেছেন। বর্তমানে করলার ফলন ও দাম বেশী থাকায় খুশি কৃষকরা।

সরেজমিনে দেখা যায়,  উপজেলার মুশুদ্দি, বীরতারা, বানিয়াজান, যদুনাথপুর,বলিভদ্র, পাইস্কা ইউনিয়নের শতাধিক কৃষক করলার চাষ করছেন।

মুশুদ্দি গ্রামের মোঃ মনিরুল ইসলাম বলেন, এবছর এক বিঘা জমিতে করলা চাষ করছেন। বর্তমানে তিনি করলা মন প্রতি  ১ হাজার ৬ শত থেকে ১ হাজার ৮ শত টাকা দরে বিক্রি করছেন। এবছরে বাজার দর ও আবহাওয়া ভালো থাকলে এ পরিমান জমিতে দেড় লক্ষাধিক টাকার মত করলা বিক্রি পারবেন। একই গ্রামের কৃষক জালাল বলেন, করলা চাষে গোবর সার, খৈল, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করতে হয়।সেই জমিতে শীতকালীন ফসল আলু চাষে বেশি সার প্রয়োগ করতে হয় না।

ধনবাড়ী কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহম্মেদ  বলেন, জমি থেকে করলা উঠানো পর কৃষকেরা পটল,বেগুন, মরিচ, শাক সবজিসহ বিভিন্ন জাতের সবজির লাগাতে পারবেন।

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান  জানান, স্থানীয় কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করছে কৃষি বিভাগ। এবছর করলা চাষ হয়েছে ৭৫ হেক্টর জমিতে।

 

একুশে  সংবাদ//এ.জে

Link copied!