AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবাকে জখম, আটক ২


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৪:২৫ পিএম, ১৪ মার্চ, ২০২৫
লালপুরে ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবাকে জখম, আটক ২

নাটোরের লালপুরে থানায় ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবা রতন আলী (৩৭) কে পিটিয়ে জখমের ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এঘটনার পর আহত রতন আলীর স্ত্রী সাইমা বেগম বুলবুলি বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন, একই গ্রামের মৃত কলি শাহর ছেলে মসলেম (৪২) ও তার ছেলে রিয়াদ (২২)।

আহতের স্ত্রী সাইমা বেগম বুলবুলি বলেন, কয়েকমাস যাবৎ স্কুলে যাওয়া আসার সময় শালেশ্বর গ্রামের রুবেল আলীর ছেলে বখাটে শুভ (২০) আমার মেয়েকে টানা উক্ত্যক্ত করতে থাকে। এঘটনায় সম্প্রতি থানায় লিখিত অভিযোগ দেওয়ায় হয়েছে। তারপর থেকে শুভ ও তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেছিলেন। 

তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মেয়ের বাবা মসজিদে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ, রিয়াদসহ তার লোকজন আকস্মিকভাবে হামলা চালায়। এবং মাথায় রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, যৌথবাহিনীর অভিযানে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

কালের সমাজ//এ.জে

Link copied!