গাজীপুরের কালীগঞ্জে জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হামলার প্রতিবাদে শুক্রবার (১৪ মার্চ) উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে জুম্মার পর নামাজের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি বিক্ষোভ মিাছল বের করে সোনালী ব্যাংক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে। সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীীয় মজলিসে শূরা সদস্য মো. খায়রুল হাসান ও উপজেলা জামায়াতের আমীর মাহমুদুল হাসান। এসময় অন্যান্যোর মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়ার খাজা মার্কেট এলাকায় জামায়াত ইসলামীর কিছু কর্মী ইফতারের আয়োজন করেন। ইফতারের পূর্ব মূহুর্তে ২০/৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র, দা, ছেন,লাঠি ও লোহার রড নিয়ে ইফতার অনুষ্ঠানে বাধা দেয় এবং খাবার বিনষ্ট করে। এসময় দশ জন জামায়াত কর্মীকে এলোপাথারী মারপিট করে আহত করে সন্ত্রাসীরা।
বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের কর্মী মো. রাকিব জানায়, বৃহস্পতিবার খলাপাড়া খাজা মার্কেট এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করে তারা। ইফতারের আগ মুহূর্তে স্থানীয় বিএনপি কর্মীরা এসে বলে, এ এলাকায় কোন ইফতার মাহফিল করা যাবে না। এ নিয়ে তাদের সঙ্গে বাগবিতন্ডা শুরু হলে তারা মারপিট আরম্ব করেন।
এঘটনায় গতকাল মাঝ রাতে বাহাদুরশাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. সোহরাব বাদী হয়ে খলাপাড়া এলাকার ১) মো. আপেল,২) মো. নুর ইসলাম, ৩) নজরুল ৪) মো. সৌরভ, ৫) মো, আবুল হোসেন, ৬) মো. আক্রাম ৭) মো. আমিন, ৮) মো. সাইদুর রহমান, ৯) কাইয়ুম ১০) আব্দুল লতিফ, ১১) মো. বাশার, ১২) মো. হান্নান ও চৈতারপাড়া এলাকার ১৩) মো. রাসেল কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (১২),১৪/০৩/২৫ইং।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুসরাত বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে জামায়াতের পাঁচ কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান কালীগঞ্জ থানার ওসি তদন্দ মো. আশরাফুল ইসলাম ও উপ-পরিদর্শক সুশান্ত।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :