AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কুমিল্লা
০৫:১৫ পিএম, ১৪ মার্চ, ২০২৫
কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

কুমিল্লায় প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে আতশবাজিগুলো জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি এবং র‍্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশা করা হয়।

এ সময় ট্রাকের ভেতর থেকে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়। এসব আতশবাজির বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

অভিযানে উপস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শ্রী রতন কুমার জানান, কুমিল্লায় ‘মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিস’ নাম লেখা একটি কাভার্ডভ্যান থেকে বিপুল অবৈধ বাজি আটক করা হয়। এসব আতশবাজির প্যাকেটের গায়ে যেসব নম্বর লেখা সবগুলো বন্ধ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান ফেলে ভ্যানে থাকা সবাই পালিয়ে গেছে, তাই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!