সোনারগাঁয়ে মোগড়াপাড়া ইউনিয়নে ইছবগঞ্জ মাঝি পাড়া এলাকার কৃঞ্চ চন্দ্র বাড়ৈ ও সমির চন্দ্র, সাজু চন্দ্র, এর উপর অর্তকিত হামলা করে দাও ছেনা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেন। একই এলাকার তপু দাস, বিজয় চন্দ্র দাস, মানিক চন্দ্র দাস, বন্যা রানী দাস, বেবী রানী দাস, সহ আরো ১০ থেকে ১৫ জন সংগবদ্ধ হয়ে বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট সহ মালামাল নিয়ে যায়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধার পর ইছবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কৃঞ্চ চন্দ্র বলেন, বৃহস্পতিবার সন্ধার পর আমার ফার্নিচারের দোকানে এসে তপু দাস টুল বানিয়ে সেখানে বসে মাদক সেবন করার জন্য কাঠ চাইলে আমি দেওয়ার জন্য না করিলে তার সাথে থাকা আরো ১০ থেকে ১৫ জনের একটি দল সংঘবদ্ধভাবে গালমন্দ করে পুর্ব পরিকল্পিতভাবে আমার উপরে দাও ছেনা দিয়ে মারাত্মক ভাবে আহত করেন। ও মাথায় কোপ দিলে ১৫ টি সেলাই লাগে। আমার ডাক চিৎকার শুনে বড় ছেলে সমির ও ছোট ছেলে সাজু , আমার স্ত্রী ছুটে আসলে তাদের উপরে ও লাঠিসোঠা লোহার রড দিয়ে হামলা করে এতে আমরা গুরুতর আহত হই। এবং বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে এতে স্বর্ণ সহ ২, ১০,০০০, টাকার মালামাল লুট করে নিয়ে যায় ও ফার্নিচারের ক্যাশে থাকা নদগ ১,৩৬ ০০০ টাকা লুট করে নিয়ে যায়। আমাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার উপজেলা সাস্হ কমপ্লেক্সে ভর্তি করেন। এবং তাদের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে মাদক সেবন থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে তারা।
এ বিষয়ে মায়া রানী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তিনি আরো বলেন, প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করি বিবাদীদের অতিদ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।
এ বিষয় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে সুস্থ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :