বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৪ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার শশী কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নাছির উদ্দিন শাহ সভাপতিত্বে অনুষ্ঠানে দরসুল কুরআন পেশ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আনোয়ারা উপজেলা শাখার উপদেষ্টা সাইয়েদ আতিক জামালী, সংগীত পরিবেশন করেন ছাত্র নেতা তৌহিদুল ইসলাম।
এস এম সালাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাষ্টার মনছুর আলী, চট্টগ্রাম সামজ কল্যাণ পরিষদের দায়িত্বশীল সিরাজুল ইসলাম খাঁন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান খোকা, মুহাম্মদ শহিদুল্লাহ, আনোয়ারা পশ্চিমের ছাত্রনেতা ওয়াহিদুল ইসলাম সাইমুন, আনোয়ারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি সেলিম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ারার সহ সভাপতি আব্দুর নুর, সহ সভাপতি আহমদ নুর, ফরিদ উদ্দিন, এডভোকেট কায়সার প্রমুখ।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :