মহেশখালী সমিতি, ঢাকার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মহেশখালীর স্থানীয় বাসিন্দা, ঢাকায় বসবাসরত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করান বিগত কমিটির নেতৃবৃন্দ। নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে নতুন কমিটির অন্যান্য সদস্যরা তাদের দায়িত্বভার গ্রহণ করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি সরওয়ার কামাল, তৌফিক উল্লাহ রফিক শাকিল, মুহাম্মদ আবুল হাশেম, জাবেদ আল মামুন, মোঃ এখলাছুর রহমান, এএম শহিদুল ইমরান, মাহমুদুল হাসান ও মোঃ ছৈয়দুল করিম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ধনু বাবু, মোহাম্মদ এরফান উদ্দীন, সাইদুল করিম ও এডভোকেট মোঃ সাদ্দাম।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোক্তার আহম্মদ, মোঃ নুরুল আবছার ও এডভোকেট মোঃ রহিম উল্লাহ। অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তদের মধ্যে রয়েছেন অর্থ সম্পাদক মোশাররফ আজিজ, আইন বিষয়ক সম্পাদক এড. মহিউদ্দিন খোকন, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক অংকিতা আহমেদ রুবি, পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক এটিএম কামরুল ইসলাম, ছাত্রকল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, প্রবাসী কল্যাণ সম্পাদক এইচ এম একরামুল হক রানা, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মোঃ লোকমান হাকিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামাল হোছাইন (রুহানী), প্রচার, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সালমান এম রহমান, দপ্তর সম্পাদক এহতেশাম বিল্লাহ শাওন, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মোহাম্মদ আনছারুল করিম এবং ক্রীড়া সম্পাদক তৌহিদুল আলম সবুজ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ এরফান উল্লাহ, এড. মোঃ জসিম উদ্দীন, মোঃ আবু সুফিয়ান, এম আশেক উল্লাহ ওসমানী রানা এবং এম আনচারুল করিম।
অনুষ্ঠানে বিগত কমিটির নেতারা নবগঠিত কমিটির প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্ব মহেশখালীবাসীর কল্যাণে শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি এবং সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে। তারা আরও প্রত্যাশা করেন, আগের মতোই সংগঠনটি ঐক্যবদ্ধ থেকে একে অপরের সুখ-দুঃখে পাশে থাকবে।
এ সময় দেশবাসীর মঙ্গল ও সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
একুশে সংবাদ/রাফি/বাবু্ / এ.জে
আপনার মতামত লিখুন :