জামালপুরের সরিষাবাড়ীতে চা দোকানে বসে রাজনৈতিক কথাবার্তাকে কেন্দ্র করে পিকআপ চালককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) বিকালে পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় পিকআপ চালক তরিকুল ইসলাম (৪০) হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত ও স্থানীয়দের সুত্রে জানা যায়, শুক্রবার বিকালে পিকআপ চালক তরিকুল ইসলাম উদয়ন মোড়ের চাঁন মিয়ার দোকানের সামনে বসে রাজনৈতিক আলাপ আলোচনা করছিলেন। ঠিক সেই সময় চাঁন মিয়া দোকানদারের ছেলে মমিন মিয়া ও তার ভাই মোস্তাক মিয়া আ.লীগ ও বিএনপি’কে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। এ সময় তরিকুল ইসলাম রাজনৈতিক বিরোধপূর্ণ কথা বলার বিরুদ্ধে প্রতিবাদ করে।
পরে উত্তেজিত হয়ে মমিন মিয়া দোকানের ঝাপের লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে পিকআপ চালক তারিকুলকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন। আহত তরিকুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা এবং সরিষবাড়ীর সাতপোয়া গ্রামের আবুল কালামের মেয়ের জামাই বলে জানা যায়।
আহত তারিকুল ইসলাম বলেন, ‘মমিন এবং তার পরিবার সবাই আ.লীগ করতো। এই সব বিষয়ে বিভিন্ন সময় মমিন বিএনপি নেতাকর্মীদের নিয়ে গালিগালাজ করতো। এটাই প্রতিবাদ করায় আমাকে পিটিয়ে আহত করেছে।
অভিযুক্ত মমিন মিয়ার পিতা চাঁন মিয়া বলেন, ‘সামন্য তুচ্ছ বিষয় নিয়ে এই ঘটনা ঘটে। এখানে রাজনৈতিক তেমন কোন বিষয় নেই। আমরা সামাজিক ভাবে বসে বিষয়টা মিটিয়ে ফেলবো।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, বিষয়টি ইতিমধ্যে আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :