AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছেলের হাতে মায়ের মৃত্যু ৭ ঘন্টা পর ঘাতক ছেলে গ্রেফতার


ছেলের হাতে মায়ের মৃত্যু ৭ ঘন্টা পর ঘাতক ছেলে গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলের হাতে রাজিয়া বেগম (৪৫) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে রাজিব মিয়াকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের মধ্য শালিকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত রাজিব ওই গ্রামের মানসিক ভারসাম্যহীন খায়রুলের ছেলে। দরিদ্র পরিবার তাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছে। কষ্ট হলেও নিরাময় কেন্দ্রে রাজিবকে ভর্তি করা হয়। ভবঘুরে বাবা সংসার, স্ত্রী, ছেলে কারো খোঁজ নেন না। মা রাজিয়া অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। নিরাময় কেন্দ্র থেকে সম্প্রতি চিকিৎসা নিয়ে রাজিব বাড়িতে এসেছে। শুক্রবার রাতে হঠাৎ মায়ের উপর অজ্ঞাত কারণে চড়াও হয় রাজিব। এক পর্যায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্ত্রী শোভা খাতুন (২৫) বাধা দিতে গেলে তাকেও কোপায়। শোভা জ্ঞান হারিয়ে ফেলেন। মায়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর পাশে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার চেষ্টাকালে এলাকাবাসী জানতে পারে এই নৃশংসতার কথা। এগিয়ে এলে রাজিব সেখান থেকে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, রাজীব মিয়া একজন নিয়মিত মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই সে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। শুক্রবার সন্ধ্যায় নেশার টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করে। নেশার টাকা না দেওয়ার কারণে ইফতারের পরে রাত সাড়ে সাতটায় মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

এ সময় মাদকাসক্ত রাজিবের স্ত্রী শোভা খাতুন (২৫) শাশুড়িকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে এবং হাতের ৩টা আঙুল কেটে ফেলে। আশপাশের লোকজন এসে স্ত্রী শোভা খাতুনকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। জানা গেছে, তার অবস্থাও আশঙ্কাজনক।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাত ঘণ্টার মধ্যে পুলিশি অভিযানে রাত তিনটার দিকে মহিষমারার ঘোনাপাড়া থেকে ঘাতক রাজিবকে আটক করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!