AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিন্দগঞ্জ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৩:৩৪ পিএম, ১৫ মার্চ, ২০২৫
গোবিন্দগঞ্জ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহরে হাজী মার্কেটে অলংকার জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডের অলংকার জুয়েলার্সে গেল রাতে পাশ্ববর্তী সেতু লাইব্রেরী ভিতর দিয়ে ঢুকে দেয়াল কেটে এ চুরির ঘটনা ঘটে।

শনিবার (১৫ মার্চ ) সকাল ১০টার দোকান খুলে দেয়াল কাটা ও সিন্দুকে মুল্যবান স্বর্ণ চুরির বিষয়টি বুঝতে পারেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত অলংকার জুয়েলার্সের স্বত্বাধিকারী কার্তিক চন্দ্র সরকার এ চুরির ঘটনায় তিনি দু: চিন্তায় ভেঙে পড়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে না পারলেও তিনি বলেন,৭০ ভরির মত সোনা দোকানের সিন্দুকে থাকা বিভিন্ন ধরনের তৈরী গহনা সবই নিয়ে গেছে চোরেরা।

এই বিষয়ে থানার ওসি বুলবুল ইসলাম সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!