AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চলন্ত বাস থেকে ছিটকে পরে হেলপারের পায়ের পাতা বিচ্ছিন্ন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৪:৩২ পিএম, ১৫ মার্চ, ২০২৫
চলন্ত বাস থেকে ছিটকে পরে হেলপারের পায়ের পাতা বিচ্ছিন্ন

ঝালকাঠির রাজাপুরে খুলনা- বরিশাল আঞ্চলিক মহাসড়কের মেডিকেল মোড় নামক স্থানে শনিবার (১৫ মার্চ) সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত হেলপার মনজু (৩০) সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী এলাকার শহিদুল জমাদ্দার এর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হিরা পরিবহন নামক একটি বাস ঝালকাঠি থেকে ছেড়ে এসে ভান্ডারিয়া দিকে যাচ্ছিল। মেডিকেল মোড় এলাকাতে আসলে গাড়িটি ডান দিকে টান নিয়ে ভান্ডারিয়া রোডের দিকে ঢোকার সময়ে হেলপার ছিটকে পরে। এতে ডানপা বাসের চাকার নিচে চলে যায়। এতে পায়ের পাতা থেঁতলে অনেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমারা স্থানীয়রা মিলে হেলপারকে বাসের নিচ থেকে বেড় করে রাজাপুর হাসপাতালে নিয়ে যাই। দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠিয়ে দেন। 

এ বিষয় রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ আলম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!