AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন ইউএনও


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৪:৫২ পিএম, ১৫ মার্চ, ২০২৫
মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন ইউএনও

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবউল্লাহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।


শনিবার (১৫ মার্চ) মোরেলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও  এ কার্যক্রমের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন। এবার মোরেলগঞ্জে ৩৪ হাজার শিশু পাচ্ছেন লাল ও নীল রংয়ের ভিটামিন ক্যাপসুল।


শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে উপজেলার ৩৮৫ টি কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ জন করে স্বেচ্ছাসেবক ৬ মাস থেকে ১ বছর বয়সি ৩৪ শ’ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং  এক বছর থেকে ৫ বছর বয়সী ৩০ হাজার ৫শ’ শিশুদের লাল রংয়ের একটি করে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, সারাদেশে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর অংশ হিসেবে মোরেলগঞ্জে সকাল ৮টা থেকে কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রগুলোতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবউল্লাহ বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ সহ শিশুর মৃত্যুহার এক চতুর্থাংশ কমিয়ে নিয়ে । তিনি আরও বলেন যেসব শিশুর বয়স ৬ মাস থেকে ৫৯ মাসের মধ্যে তাদেরকে নিকস্থ ক্যাম্পে নিয়ে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!