চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান চালিয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, শনিবার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান, শিশু খাদ্য ও বেকারীতে তদারকি করা হয়।
এ সময় সফট ড্রিংস উৎপাদন সংক্রান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় মেসার্স কালাম স্টোরের স্বত্বাধিকারী মো. আবুল কালামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারা অনুসারে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য সংরক্ষণ ও নিন্মমানের ফ্লেভার ব্যবহার করার কারণে ৪৩ ধারা অনুসারে মেসার্স গাউছিয়া ফুডের স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দকৃত ১৫০ বস্তা সফট ড্রিংস ধ্বংস করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মানসম্মত পরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য তৈরি ও সংরক্ষণ এবং মান সম্মত ও অনুমোদিত পানীয় ও শিশু খাদ্য ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন- ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :