AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ক্রিকেট খেলা নিয়ে দু‍‍`দলের সংঘর্ষ,  আহত ২


ফরিদপুরে ক্রিকেট খেলা নিয়ে দু‍‍`দলের সংঘর্ষ,  আহত ২

জেলার   বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে ডা. ইলিয়াস মোল্লা ৮ দলীয় ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু‍‍`দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দু‍‍`পক্ষের বেশ কয়েকজন আহত হয়। 

এর মধ্যে সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আব্বাস বিশ্বাসের ছেলে আমানউল্লাহ বিশ্বাস (২২), ও একই গ্রামের আবুল খায়ের বিশ্বাসের ছেলে খালিদ বিশ্বাস(১৯) গুরুতর আহত হয়ে স্থানীয় হাপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার সৈয়দপুর বাজার সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠে এ ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় দুই দলের খেলোয়াড়দের সাথে সংঘর্ষ হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, একদিন ব্যাপী ডা. ইলিয়াস মোল্লা ক্রিকেট টুর্ণামেন্ট খেলার আয়োজন করেন উপজেলা জামায়াত  ইসলামী নেতাকর্মী। ৮ দলীয় এ খেলায় একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চালিনগর নিচু পাড়া গ্রামের ক্রিকেটারদের দলে বাহির থেকে একজন খেলোয়াড় অংশ গ্রহণ করে। এসময় ৫ নং ওয়ার্ডের ক্রিকেটাররা ওই খেলোয়াড়কে নিয়ে আপত্তি তোলে। এই তুচ্ছ ঘটনা নিয়ে দুই দলের খেলোয়াড়দের তর্কাতর্কি হয়ে এক পর্যায় মারামারিতে গড়ায়।

ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনে  জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মো. ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাও মো. শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন রোকন কফিল উদ্দিন বিশ্বাস।

উপজেলা জামায়াতের আমির মাও. মো. শহিদুল ইসলাম বলেন, যোহরের নামাজ পড়তে গেলে এসে শুনি দুই দলের খেলোয়াড়দের মারামারি হয়েছে। দুই জন খেলোয়াড় আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে এখনো   কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

একুশে সংবাদ// এ.জে
 

Link copied!