AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে নিজ পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর আটক


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৭:৫৬ পিএম, ১৫ মার্চ, ২০২৫
তানোরে নিজ পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর আটক

রাজশাহীর তানোর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুর রহমানের বাড়ি উপজেলার কলমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।

হাবিবুর রহমানের বিরুদ্ধে শুক্রবার রাতে তানোর থানায় মামলা করেছেন তার ছেলে। গত বুধবার হাবিবুর রহমান তার পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হলে শুক্রবার বিকেলে এলাকাবাসী হাবিবুরের বাড়ি ঘেরাও করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, গত বুধবার সকালে কাজে বের হয়ে যান হাবিবুরের নির্মাণশ্রমিক ছেলে। সকাল ১০ টার দিকে অভিযুক্ত হাবিবুর রহমান তার ছেলের বউকে নিজের ঘরে ডাকেন। এ সময় তিনি পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী কোনমতে পালিয়ে বাবার বাড়ি চলে যান। পরে হাবিবুরের ছেলে শ্বশুরবাড়ি যান স্ত্রীকে নিয়ে আসতে।

এ সময় তিনি সব ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে বাবার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। এ সময় আশপাশের মানুষও ঘটনা জেনে যান এবং হাবিবুরের বাড়ি ঘেরাও করে রাখেন। পরে পুলিশ যায়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাবিবুর রহমান জানিয়েছেন যে তার ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাকে ঘরে ডেকেছিলেন। তারপর কথা বলার একপর্যায়ে তার হাত ধরেছিলেন। ধর্ষণের চেষ্টা তিনি করেননি বলে দাবি করেছেন।

ওসি জানান, তার ছেলের স্ত্রীর দাবি যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে। ছেলেও বাবার বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাবিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!