AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকদের সন্মানে ইফতার ও নৈশভোজ বিএনপি নেতা কাজী শিপনের


সাংবাদিকদের সন্মানে ইফতার ও নৈশভোজ বিএনপি নেতা কাজী শিপনের

বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বাগেরহাট জেলা বিএনপি নেতা, বাগেরহাট-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ পৌর শহরের তার নিজ বাসভবনে এই ইফতার ও নৈশভোজের আয়োজন করেন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, সারাদেশে বিএনপি‍‍`র বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। বিএনপি তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালুর দাবী করছে। এ নিয়ে নানান ষড়যন্ত্র চলছে।

সাংবাদিকরা কোন নির্দিস্ট দলের হতে পারে না, এরা জাতির বিবেক, আপনাদের লেখনীর মাধ্যমে দেশ যেন স্থিতিশীল ও গণতান্ত্রিক অবস্থায় যেনো ফিরে আসতে পারে এ ব্যাপারে আপনাদের ভূমিকা রাখতে হবে, সাংবাদিকরা একে অপরের সাথে পরিপুরক হয়ে কাজ করুন, এক্ষেত্রে ঐক্যের বিকল্প নেই। ভেদাভেদ ভুলে একত্রে কাজ করার আহবান জানান তিনি।

মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নেয় মোরেলগঞ্জ-শরনখোলার একঝাঁক গণমাধ্যমকর্মী বক্তব্য রাখেন।

মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক, শরনখোলা প্রেসক্লাবের সভাপতি, শরনখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক প্রভাষক রাসেল আল ইমরান। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!