AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূজপুর ওলামা পরিষদের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল


ভূজপুর ওলামা পরিষদের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে ভূজপুর ওলামা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ইউনিয়ন পরিষদের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূজপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু তালেব ভূজপুরী।

এছাড়া বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ও হারুয়ালছড়ি ইউনিয়ন সভাপতি মাওলানা শামসুল আলম, নায়েবে আমীর ও দাঁতমারা ইউনিয়ন সভাপতি কারি আবু সাঈদ, নারায়ণহাট ইউনিয়ন সভাপতি হাফেজ লোকমান হোসেন, মাওলানা শিহাব উদ্দিন, সাংবাদিক আজগর সালেহী, মাওলানা ইমাম উদ্দিন আজিজী, মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী, মুফতি তৌহিদুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা হামিদুল্লাহ বিন ইউসুফ, মাওলানা সৈয়দ রাসেল, মুফতি জমির বিন ফরিদ, মাওলানা ইলিয়াস মজুমদার, মাওলানা মিজবাহ, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ডাক্তার আবুল কালাম রুবেল ও ইসমাইল হোসেন।

ইফতার পূর্ব আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা খালেদ সুলতানী, বণিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা বখতিয়ার তালুকদার, মাওলানা মুসলিম উদ্দিন সিকদার, মোহাম্মদ লোকমান হোসেন মেম্বার, মাওলানা নুরুদ্দীন,  মাওলানা মহি উদ্দীন, মাওলানা আলাউদ্দিন, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ফয়জুল্লাহ, জামাল, ওসমান, ইয়াসিন, রাকিব, রায়হান, ফাহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রনেতা তারেকুল ইসলাম। বক্তারা পবিত্র রমজানের ফজিলত, আত্মশুদ্ধি, সমাজ গঠনে রমজানের ভূমিকা ও ইসলামের শিক্ষার বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!