AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে হাসি


কেন্দুয়ায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে হাসি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চলতি বোরো মৌসুমে বোরো ধান আবাদের লক্ষমাত্রা অর্জন করে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উপজেলার কৃষি অফিস।

উপজেলা কৃষি অফিস জানায়, মৌসুমের শুরুতে সরকারিভাবে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় ৪ হাজার ২শত কৃষককে প্রণোদনা হিসেবে ২কেজি করে হাইব্রিড জাত ধানের বীজ দেওয়া হয়েছে।

অফিস সূত্রে আরো জানা যায়, চলতি ইরি-বোরো মৌসূমে পৌরসদরসহ উপজেলায় ১৩ইউনিয়নে ২০হাজার ৭শত ৪০ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লাখ মেট্রিক টন ধান। এ উপজেলায় বি-আর ২৮, বি-আর ২৯, হীরা , হাইব্রিড ৭৫, ৮১, ৯১,সবুজ সাথী, এসএলএইডএইচ, জাগরনীসহ বিভিন্ন প্রজাতির উচ্চ ফলনশীল ধান চাষ করা হয়। এদিকে হঠাৎ কিছু কিছু এলাকায় বিআর ২৮, ২৯, ধানে ব্লাস্ট রোগ দেখা দিলেও কৃষি বিভাগ খুবই তৎপর রোগবালাই আক্রান্ত থেকে ফসল রক্ষা করতে। কৃষকদের উদাসীনতায় কিছু জমি ক্ষতি হলেও, এরপরও কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন।

এ উপজেলায় পুরোদমে চলছে বোরো ধান রোপনের পর পরিচর্যার কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। স্থানীয় কৃষকদের ধারনা, এবছর বোরো ধানের বাম্পার ফলন হবে। এসময় শ্রমিক সংকট থাকলেও উন্নত কৃষি প্রযুক্তির জন্য খুব সংকটে পরতে হবে না বলে জানান স্থানীয় কৃষকেরা।  

চলতি মৌসুমে এ উপজেলার কৃষকেরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে হালচাষ দিয়ে বোরো ধান আবাদ করেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে কৃষকরা জমিতে সঠিক সময় পর্যাপ্ত পানি পেয়েছে। এছাড়া কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে কৃষকদের সব রকম পরামর্শ প্রদান, পর্যাপ্ত সার পাওয়াসহ এবার কোনকিছুতেই কৃষকদের বেগ পেতে হয়নি। তাছাড়া এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় সর্বত্রই বোরো ধানের ভালো  ফলন হওয়ার সম্ভাবনায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

সরেজমিনে শনিবার(১৫মার্চ) সকালে উপজেলা চিরাং ইউনিয়নের কৃষক মো. রেজাউল করিমের সাথে কথা হলে তিনি জানান, রোদ বৃষ্টি ভিজে দিন রাত পরিশ্রম করে এমৌসুমে ৪ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি । সময় মতো পানি, বীজ, সার পাওয়ায় ও সঠিকভাবে জমির পরিচর্যা করায় ধানের ফলন ভালো ফলনের আশা করছি।

এব্যাপারে রোববার (১৬ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার এর সাথে কথা হলে তিনি বলেন, মৌসুমের শুরুতে সরকারিভাবে প্রণোদনা কর্মসূচির আওতায় এউপজেলায় ৪ হাজার ২শত কৃষককে প্রণোদনা হিসেবে ২কেজি করে হাইব্রিড জাত ধানের বীজ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন ফসলের অবস্থা বেশ ভালো দেখা যাচ্ছে। আপাতত সার ও বিদ্যুৎের কোন ঘাটতি নাই। কৃষকেরা ঠিকমত সঠিক সময়ে সেচ দিতে পারছেন। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর বোরো ধান বাম্পার ফলন হবে।  উপজেলার হাওর এলাকার ইউনিয়ন সমূহের কিছু বোরো ধানের জমিতে ব্লাষ্ট রোগসহ বিভিন্ন রোগের আক্রমণে বোরো আবাদে তেমন কোন ক্ষতি না করতে পারে, সেব্যাপারে উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তৃনমুলের কৃষকদের সাথে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবার উপজেলার সর্বত্রই বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে ও তিনি জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!