AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরের মতলব দক্ষিণে সাড়ে ২৯ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’


চাঁদপুরের মতলব দক্ষিণে সাড়ে ২৯ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’

সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার( ১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলায় সাড়ে ২৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ১৯৩ টি কেন্দ্রে শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৬ শ ৯৮ জন, তন্মোধ্যে খাওয়ানো হয়েছে ৩ হাজার ৬২৩ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৫৫ শিশু,তন্মোধ্যে খাওয়ানো হয়েছে ২৫ হাজার ৯৫২ শিশুকে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল৷ আবাসিক অফিসার ডাক্তার রাজিব কিশোর বণিক, এম.টি ইপি আই মোঃ নয়ন সরকার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে।

এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!