AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ভিজিএফের চাল পাবে হতদরিদ্র পরিবার


মান্দায় ঈদ-উল-ফিতর  উপলক্ষ্যে ভিজিএফের চাল পাবে হতদরিদ্র পরিবার

নওগাঁর মান্দায় পবিত্র ঈদ-উল-ফিতর  উপলক্ষ্যে ১৪ টি ইউনিয়নের ৩১ হাজার ২৯৫ জন অতিদরিদ্র,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণের সিডিউল প্রস্তুত করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারশোঁ ইউনিয়নে ৩ হাজার ৪১৪, ভালাইন ইউনিয়নে ২ হাজার ১৪৬, পরানপুর ইউনিয়নে ২ হাজার ২৪৭, মান্দা ইউনিয়নে ২ হাজার ১৬৫, গণেশপুর ইউনিয়নে ২ হাজার ১৮৮,মৈনম ইউনিয়নে ১হাজার ৯০৭, প্রসাদপুর ইউনিয়নে ২ হাজার ৬, কুসুম্বা ইউনিয়নে ২ হাজার ৬৯৩, তেঁতুলিয়া ইউনিয়নে ২ হাজার ৫৭৮, নূরুল্যাবাদ ইউনিয়নে ২ হাজার ২৯৩, কালিকাপুর ইউনিয়নে ২ হাজার ১০৪, কাঁশোপাড়া ইউনিয়নে ২ হাজার ৪৪,কশব ইউনিয়নে ১ হাজার ৬৫৮ ও বিষ্ণপুর ইউনিয়নে ১ হাজার ৮৫২সহ ১৪ টি ইউনিয়নের ৩১ হাজার ২৯৫ জন অতিদরিদ্র,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল আগামী সোম,মঙ্গল ও বুধবার নির্ধারিত সিডিউল অনুযায়ী বিতরণ করা হবে। এসব ইউনিয়নের অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণের লক্ষ্যে ট্যাগ অফিসার হিসেবে ভারশোঁ ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল  হোদা, ভালাইন ইউনিয়নে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আলম শুভ, পরানপুর ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রোকৌশলী আব্দুল্লাহ আল মামুন, মান্দা ইউনিয়নে উপজেলা পরিষদের ইউডিএফ আল ইমরান, গণেশপুর ইউনিয়নে  উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, মৈনম ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রসাদপুর ইউনিয়নে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টও নাজমুল হুদা, কুসুম্বা ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়নে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, নূরুল্যাবাদ ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা  এডওয়ার্ড সরেন, কালিকাপুর ইউনিয়নে একাডেমিক সুপার ভাইজার এস এম আব্দুল লতিফ, কাঁশোপাড়া ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রহমান, কশব ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এবং বিষ্ণপুর ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম দায়িত্ব পালন করবেন।ইতোমধ্যে চাল বিতরণের জন্য তারিখ ও দিন নির্ধারণ এবং ট্যাগ অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছে। 

গত ১৩ মার্চ মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!