AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে সড়ক কেটে বাউন্ডারী দেয়াল নির্মানের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে


রূপগঞ্জে সড়ক কেটে বাউন্ডারী দেয়াল নির্মানের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারী অর্থায়নে নির্মিত চলাচলের সড়ক কেটে বাউন্ডারী দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। বাধা দেওয়ায় হামলার স্বীকার হয়েছে ইউনিয়ন যুবদল নেতাসহ এলাকাবাসী। রবিবার (১৬ মার্চ) উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, রূপগঞ্জ ইউনিয়নের অর্থায়নে ১৪ বছর পূর্বে টেকনোয়াদ্দা এলাকায় টেকনোয়াদ্দা-মাইঝপাড়া-কবরস্থানের দীর্ঘ ১ কিলোমিটার সড়ক নির্মান করা হয়। কিছুদিন পূর্বে বাড়িয়াছনি বাগেরআগা এলাকার শমসের উদ্দিনের ছেলে  যুবদল নেতা জাহাঙ্গীর মাইঝপাড়া এলাকায় ৮ শতাংশ জমি ক্রয় করে। এদিকে রবিবার জমির পরিমান ঠিক থাকার পরও জোরপূর্বক লোকজন নিয়ে রাস্তা কেটে সেখানে বাউন্ডারী দেয়াল নির্মান কাজ শুরু করে জাহাঙ্গীর। রাস্তা কেটে বাউন্ডারী দেয়াল নির্মানের খবর শুনে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম এলাকার লোকজন নিয়ে বাধা দিলে তাদের উপর চড়াও হয় জাহাঙ্গীর ও তার লোকজন।  সময় জাহাঙ্গীর নিজে দাড়িয়ে থেকে জোরপূর্বক বাউন্ডারী দেয়ালের কাজ করতে  দেখা যায়।

তবে জাহাঙ্গীর ও তার লোকজনের দাবী উপজেলা ভূমি অফিসের অনুমতি নিয়ে রাস্তা রেখে সে এখানে বাউন্ডারী দেয়াল নির্মান করছেন।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উবায়দুর রহমান সাহেলের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তা কাটার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি দেখার জন্য ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদারকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সেখানে যাবেন। আমাকে রিপোর্ট দিবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!