নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের সীমান্তে মেঘনা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। রোববার (১৬ মার্চ) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরীর কাছে স্মারকলিপি প্রদান করে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবী করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান শিকদার, চরমধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, নরসিংদী জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট কাজী নজরল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক, কাজী সালমান, রায়পুরা থানা যুবদলের সদস্য কামরল ইসলামসহ চরমধুয়া ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ।
এসময় বক্তারা বলেন, প্রতিনিয়ত চরমধুয়া ইউনিয়নের সীমান্ত ঘেষে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চরম হুমকির মুখে পড়েছে ইউনিয়নটির ভৌগলিক অবস্থান। ৭২ ঘন্টার মধ্যে যদি মেঘনা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :