AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন


জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন

জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি) এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।


ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলী, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সনাকের সহ সভাপতি আশরাফুজ্জামান স্বাধীন, সনাক সদস্য কায়েদ উয জামান, রফিকুজ্জামান মল্লিক, উদীচী জেলা সংসদের সহ সভাপতি গৌতম সিংহ সাহা, ইয়েস গ্রুপের দলনেতা শাকিফ ভূইয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে ন্যায় বিচার বাধাগ্রস্থ হওয়ায় সমাজে নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাজের অর্ধেক নারী জনগোষ্ঠী আজ ভীত, তারা নির্বিঘে ও নিরাপদে ঘরের বাইরে যেতে পারছে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে নারীদের নিরাপত্তা প্রদান এবং নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবী জানান বক্তারা।
 

একুশে সংবাদ// এ.জে
 

Link copied!