AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাসিরনগরে ছাত্রদলের উদ্যোগে হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ


নাসিরনগরে ছাত্রদলের উদ্যোগে হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসারত উপস্থিত শতাধিক রোগীদের মাঝে ইফতার বিতরণ করেছে উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা।রবিবার (১৬ মার্চ) বিকেলে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে তারা  ইফতার সামগ্রী তুলে দেন এবং সকলের খোঁজ-খবর নেন।

এ সময় তারা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,সাবেক যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম ভূ্ঁইয়া,সদস্য মো.জসিম,নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের  সাবেক যুগ্ম আহবায়ক ওয়াজেদ সিদ্দিকী শাকিল,গোয়ালনগর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. গোলাম কিবরিয়া,চাপরতলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো.গোলাম নূর, নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মঞ্জু,গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, চাপরতলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো.জীবন, ছাত্রদল নেতা মো.হান্নান ও মো.ইয়াসিনসহ অনেকে।

এ সময়ে উপজেলার গোয়ালনগর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো.গোলাম কিবরিয়া জানান,বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় অনুযায়ী আমরা এ কর্মসূচী হাতে নিয়েছি।রমজান মাসের বাকিদিনগুলোতেও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!