বরগুনার আমতলী উপজেলায় ইসমাইল শহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।
ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আমতলী পৌর শহরের বটতলা এলাকায় অবস্থিত মাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে একদল দুর্বৃত্ত ইসমাইল শহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, ঘটনার পরপরই নৌ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে শনাক্ত করতে পারেনি প্রশাসন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি মজার কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :