কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর মহাসড়কে স্থানীয় কৃষকরা গম ও ভুট্টা শুকানোর জন্য মহাসড়ক ব্যবহার করছেন। এই অনিয়ন্ত্রিত কার্যক্রমের ফলে সড়কে চলাচলকারী যানবাহনের জন্য দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। সাধারণ মানুষ এ পরিস্থিতিতে উদ্বিগ্ন, তবে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নজরদারি বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সোনাহাট স্থলবন্দরটি ২০১২ সালের ১৭ নভেম্বর উদ্বোধন হয় এবং ২০১৪ সালের ২৮ এপ্রিল থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। এই বন্দর দিয়ে পাথর, কয়লা, তাজা ফল, ভূট্টা, গম, চাল, ডাল, আদা, পিয়াঁজ, রসুন ইত্যাদি পণ্যের আমদানি-রপ্তানি হয়ে থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে গম ও ভুট্টা শুকানোর কারণে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এতে স্থানীয় জনগণ ও পরিবহন চালকদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ পরিস্থিতিতে স্থানীয় জনগণ ও পরিবহন সংশ্লিষ্টরা মহাসড়কে গম ও ভুট্টা শুকানোর অনিয়ন্ত্রিত কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :