AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে মধ্যরাতে আরসার ৪ সন্ত্রাসী আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০২:৫৯ পিএম, ১৭ মার্চ, ২০২৫
ময়মনসিংহে মধ্যরাতে আরসার ৪ সন্ত্রাসী আটক

ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চারজন সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। এরমধ‍্যে দুইজন পুরুষ ও দুইজন নারীসহ দুইটি শিশু রয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাতে দিকে ভবনটির ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভবনের অন‍্য বাসিন্দারা। এই বিষয়ে অভিযানে নেতৃত্বে থাকা র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। অভিযানকারী দলটি আটক হওয়া ব্যক্তিদের গাড়িতে তুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এর আগে রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র‍্যাব। অভিযানিক দলটির বেশির ভাগ সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!