টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক - অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক মোঃ আব্দুল জলিল (৬২) ঘটনাস্থলেই মৃত্যু হয়। এঘটনায় অটোরিকশার ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ ) আনুমানিক সকাল ৮-৩০ মিনিটে ধনবাড়ী উপজেলার ধোপাখালি ইউনিয়নের ভাইঘাট গ্রামের ঢাকা জামালপুর আঞ্চলিক মহাসড়কে ভাইঘাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের হাসিল গ্রামের মৃত আব্দুল কদ্দুসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাখালি ইউনিয়ন নরিল্ল্যা গ্রামথেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে ভাইঘাট বাসস্ট্যান্ডে ঢাকা জামালপুর আঞ্চলিক মহাসড়কে ওঠার সাথে সাথেই বিপরীত দিক থেকে এস এ পরিবহনের একটি কুরিয়ার সার্ভিসের ট্রাক( নং: ঢাকা মেট্রো- উ ১৪১৮৪১) ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে পড়ে অটোচালক জলিল ঘটনাস্থলেই মারা যায়। এসময় অটোরিকশার তিন যাত্রী সানুয়ার হোসেন (৪৫)পিতা: হাসেন আলী।
মোছা: মিম আক্তার (২৫) পিতা : ময়ন উদ্দিন। মিমি আক্তার এর সাথে থাকা তার দুই ছেলে মিরাজ (৫) মহিন (৩) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওই ঘটনার পরে গাছের গুঁড়ি ফেলে স্থানীয় লোকজন রাস্তা বেরিকেট দিয়ে রাখে ফলে যান চলাচলের বিঘ্ন ঘটে পরে বেরিগেট সরিয়ে ধনবাড়ী থানা পুলিশ যান চলাচল স্বাভাবিক করেন ।
ধনবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি ) মোঃ শহীদুল্লাহ্ ঘটনাটি সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক চালক পলাতক থাকলেও ট্রাকটি জব্দ করা হয়েছে এখন যান চলাচল স্বাভাবিক আছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :