AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ী উপজেলা বিএনপি‍‍`র ইফতার মাহফিল অনুষ্ঠিত


জুড়ী উপজেলা বিএনপি‍‍`র ইফতার মাহফিল অনুষ্ঠিত

দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপি‍‍`র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) জুড়ী উপজেলা সদরের মদীনা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি শিল্পপতি নাসির উদ্দিন আহমদ মিঠু।

উপজেলা বিএনপি‍‍`র আহবায়ক মুস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনুর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার আমীর আব্দুল হাই হেলাল, সাবেক আমীর হাফিজ মাওলানা নজমুল ইসলাম, উপজেলা কর্ম ও শূরা সদস্য লুৎফুর রহমান আজাদী, খেলাফত মজলিসের সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, বায়তুলমাল সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম রেজা, সাবেক জেলা সদস্য এমএ মোহাইমিন শামীম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইসহাক আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।

এছাড়াও উপজেলার ছয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!