AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৈরবে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


ভৈরবে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে লতিফ মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৭ মার্চ) বিকালে ৪ টায় উপজেলার আগানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ঔই অর্থ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ভৈরব উপজেলার আগানগর গ্রামের ২নং ওয়ার্ড এলাকার খালভার্ট সংলগ্ন ফসলি জমি থেকে  অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছেন স্থানীয় বাসিন্দা লতিফ মিয়া ও সিজু মিয়া । গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেদুওয়ান আহমেদ রাফি নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

অবৈধ ড্রেজারে বালু উত্তোল

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রেদুওয়ান আহমেদ রাফি জানান, প্রশাসনের কোন অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া জনস্বার্থে এই ধরণের। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!