AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাকাতের স্লীপ ভাগাভাগির ঘটনায় সংঘর্ষ; কুড়িগ্রামে বিএনপির আটজন আহত


জাকাতের স্লীপ ভাগাভাগির ঘটনায় সংঘর্ষ; কুড়িগ্রামে বিএনপির আটজন আহত

কুড়িগ্রামে পবিত্র ঈদ উপলক্ষে ভিজিএফের ১০ কেজি চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আটজন আহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনারয় আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


আহতরা হলেন- উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, একই এলাকার মজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান, খয়বর রহমানের ছেলে মুসা,জয়মত আলীর ছেলে শাহারুল,আবু বক্করের ছেলে মোকছেদুল হক, চন্দ্রখানা গ্রামের নুর ইসলামের ছেলে বাবু, আবদুল জলিল,জিয়াউর রহমান।


জানা গেছে, রোববার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের সমর্থিত কয়েকজন নেতাকর্মী বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে প্রত্যেক জনপ্রতিনিধির কাছে ১০ কেজি চালের স্লিপ দাবি করেন। এ সময় মেম্বারদের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এ খবর পেয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল সমর্থিত লোকজনও স্লিপের দাবি জানান। এ ঘটনার জের ধরে বিকেলে নজির হোসেনের লোকজন মান্নান সমর্থক রেজাকে দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে হুমকি-ধমকি দেয়।


পরে ওই দিন ৭টার দিকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা আবারও বড়ভিটা বাজারে মহড়া দিলে মুকুল গ্রুপের সমর্থকরাও মহড়া শুরু করে। এর একপর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আটজন আহত হয়। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।


এবিষয়ে ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল জানান, বড়বাড়ি ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ঐ ইউনিয়ন নেতাকর্মীদের সতর্ক করেছি। জেলা বিএনপির আহ্বায়ককে জানানো হয়েছে। তিনি বিষয়টির সমাধান করবেন।


ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের বক্তব্য জানতে ফোন করেও তাকে পাওয়া যায়নি।


ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!