AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দোকান থেকে অপহরন সদ্য বিবাহিত যুবক, দশ লাখ টাকার মুক্তিপন দাবী


দোকান থেকে  অপহরন সদ্য বিবাহিত  যুবক, দশ লাখ টাকার মুক্তিপন দাবী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নয়ন চন্দ্র দাস (২৬) নামে এক সদ্য বিবাহিত যুবককে  অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে ,  এছাড়া এ  বিষয়টি পুলিশ বা অন্য কারও কাছে জানালে নয়নকে  প্রাণে হত্যার  হুমকিও দিয়েছে অপহরনকারীরা।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই দিন প্রকাশ্যে ফান্দাউক বাজার থেকে নয়ন চন্দ্র দাস নামক ওই যুবককে  তার " তৃষা  মোবাইল সার্ভিসিং " এর দোকান থেকে একটি মাইক্রোবাস(ঢাকা মেট্রো চ- ১৪১৭৭৪)করে তুলে নিয়ে গেছে দুই জন অপহরণকারী বলে দাবী করেছে স্থানীয় লোকজন।

এ  ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে  চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম গণমাধ্যমকে জানান, স্থানীয়দের মাধ্যমে নয়ন দাস নামে একজন নিখোঁজ হয়েছে এমন  সংবাদ জানতে পেরেছি ।সম্ভাব্য সূত্র ধরে অপহরণকারীদের খোঁজ বের করার চেষ্টা চলছে।  এটি অপহরণ নাকি অন্য কোনো কারনে ঘটেছে,সেটি পুলিশ খতিয়ে দেখছে।

নয়ন দাসের  মা রত্না রানী দাস বলেন, আমার ছেলে গত ১০ দিন আগে বিয়ে করেছে। তার ফান্দাউক বাজারে মোবাইল সার্ভিসিং এর  একটি  দোকান আছে। প্রতিদিনের  মতো রোববার সকালে দোকানে যাওয়ার পর  অপরিচিত দুই জন লোক মাইক্রোবাস নিয়ে বাজারে  আসে। নয়নের নাম জিজ্ঞাসাবাদ করে করে  তারা দোকানের ঠিকানা নিশ্চিত করে এবং দোকানে গিয়ে নয়নকে বের করে  তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে  যায়। তারপর থেকে নয়ন নিখোঁজ।নয়নের পিতা রামু দাস   জানান, রোববার রাত ১০টায়  অপহরণকারীরা মোবাইলে  ফোন (01732-114934)করে ছেলের মুক্তির জন্য  ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সোমবার সকাল ১০ টার মধ্যে টাকা না দিলে  নয়নকে আর জিবীত ফেরত  দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।ফান্দাউক ইউনিয়ন পরিষদের সদস্য ও নিখোঁজ যুবকের প্রতিবেশী মো. জাকারিয়া হোসেন  জাকির মেম্বার  বলেন, প্রকাশ্যে বাজার থেকে একজন ব্যবসায়ীকে যেভাবে  অপহরণ করা হয়েছে, সেটা খুবই  উদ্বেগজনক। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা দ্রুত নয়নকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, দ্রুততম সময়ের মধ্যে নয়ন দাসকে  উদ্ধার করতে  পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!