গাজীপুরের কালীগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে হামলার ঘটনায় পাল্টা মামলা করা হয়েছে। মামলায় জামায়াতের ২৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।
গত শনিবার (১৬ মার্চ) কালীগঞ্জ থানায় এই মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। তিনি জানান, আসামীরা আত্বগোপনে রয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া খাজা মার্কেট এলাকায় জামায়াতের ইফতার মাহফিল চলাকালে বিএনপি’র নেতা-কর্মীরা ধারালো অস্ত্র সহযোগে হামলা চালায়। এতে গুরতর আহত পাঁচজনের ভিতর তিন জনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে ১৩ জন হামলাকারী সন্ত্রাসীর নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।
ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের আব্দুর রহমান জামায়াতের নেতা- কর্মীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে। গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান এবং জেলা সেক্রেটারি মো. শফিউদ্দিন এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বিএনপির এ হামলায় আমাদের আট থেকে ১০ জনকর্মী আহত হয়েছেন। অথচ প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে উল্টা নিরপরাধ জামায়াতকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। যা সম্পূর্ণ রাজনৈতিক
উদ্দেশ্য প্রনোদিত ও হয়রানিমূলক।’
তারা বিবৃতিতে আরো বলেন, ‘দেশের সচেতন জনসাধারণ নিন্দা জানালেও প্রশাসন এখনো হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি। বিএনপি নিজেদের দোষ ঢাকতে জামায়াতের নিরপরাধ কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করছে, যা অত্যন্ত নিন্দনীয়।’
জামায়াত নেতারা অভিযোগ করে বলেন, ‘বিএনপি এখন আওয়ামী লীগের মতো একই পথ অনুসরণ করছে। ফ্যাসিবাদী কৌশল প্রয়োগ করে তারা প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে মিথ্যা মামলা ও হয়রানির পথ বেছে নিচ্ছে।’
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এই ঘটনায় ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২৪-এর জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, অবিলম্বে জামায়াতের নিরপরাধ কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :